ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

ভারত ফেরত সাড়ে ১০ বছরের শিশু করোনায় আক্রান্ত

যশোরের বেনাপোলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত সাড়ে ১০ বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১৯ মে) সন্ধ্যায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোনে ভর্তি করা হয়েছে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ভারতে নিয়ে যান। সেখান থেকে তাকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। জেলা প্রশাসন ওই শিশু ও তার মা ও অন্য এক স্বজনকে বাধ্যতামূলক নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়।


যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, বুধবার ওই শিশু তার মা ও আরেক স্বজনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা। সেই অনুযায়ী তাদের তিনজনের নমুনা পরীক্ষার জন্য মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়।


বুধবার প্রকাশিত ফলাফলে নিশ্চিত হওয়া গেছে ওই শিশু করোনায় আক্রান্ত। তবে তার মাসহ অন্য দুই জনের করোনা নেগেটিভ হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ওই শিশু জেনারেল হাসপাতালের রেডজোনে পাঠানো হয়েছে।

ads

Our Facebook Page